বিগ বস’-এ আকাশছোঁয়া পারিশ্রমিক সালমানের


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৪৮

বিগ বস’-এ আকাশছোঁয়া পারিশ্রমিক সালমানের

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর দ্বাদশ মৌসুম শুরু হতে আর বাকি মাত্র তিন দিন। শোয়ের ফরম্যাট, কারা থাকছেন এবারের ‘বিগ বস’-এ ইত্যাদি বিষয় নিয়ে চলছে আলোচনা তো থাকছেই তবে বড় আলোচনা হচ্ছে সালমান খানের পারিশ্রমিক। গুঞ্জন উঠেছে শোটি থেকে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন সালমান। 



একটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সালমন নাকি প্রতি পর্বের জন্য ১৪ কোটি টাকা করে নিচ্ছেন এবার। সব পর্ব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা রোজগার করতে চলেছেন ভাইজান!



প্রথম বারের ‘বিগ বস’-এ পর্ব পিছু আড়াই কোটি পারিশ্রমিক ছিল সল্লু মিয়াঁর। সেখান থেকে পারিশ্রমিক বেড়ে এবার ১৪ কোটি। এমনটাই শোনা যাচ্ছে। আর এ গুঞ্জনটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। 



পাশাপাশি নতুন এক প্রতিযোগীর নামও সামনে এসেছে। তিনি বিখ্যাত গায়ক অনুপ জলোটা। প্রবীণ এই গায়ক নাকি এবার থাকছেন ‘বিগ বস’-এর ঘরে, এমনটাই শোনা যাচ্ছে। 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top