প্রধানমন্ত্রীর সফরসঙ্গী রিয়াজ-ফেরদৌস
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৬
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এ যাত্রায় তার সফরসঙ্গী হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। ।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমার জানা মতে, চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এবারই প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছি। এটা আমার জন্য, আমাদের শিল্পী সংস্কৃতি পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া অনেক সম্মানের বিষয়। তিনি আমাদের শিল্পকে সম্মানিত করেছেন। এ জন্য তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
আগামী ২১ সেপ্টেম্বের সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রিয়াজ, ফেরদৌস ঢাকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন।
এদিকে বিষয়টি নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ফেসবুকে লিখেন, ‘শিল্পী সমিতির অভাবনীয় সাফল্য। প্রথমবারের মতো শিল্পী সমিতির সহ-সভাপতি জনাব রিয়াজ আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য জনাব ফেরদৌস আহমেদ, মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকা যাচ্ছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: