‘নোলক’ পরিচালক রাশেদ রাহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৮

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৫

‘নোলক’ পরিচালক রাশেদ রাহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

‘নোলক’ ছবির পরিচালক রাশেদ রাহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। 



শাহাদাৎ হোসেন সাগর নামে নাটকের এক প্রযোজক বিমানবন্দর থানায় এ অভিযোগ এনেছেন। 



রাশেদ রাহা তার কাছ থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন দাবি অভিযোগকারীর।



প্রযোজক শাহাদাৎ হোসেন সাগর জানান, রাশেদ রাহা তার সঙ্গে বেশ কিছু নাটক-টেলিছবি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। কাজের জন্য তাকে ৫ লাখ টাকাও দেয়া হয়েছিলো। কিন্তু টাকা দেয়ার কয়েক মাস পার হয়ে গেলেও কোনো নাটক থেকে প্রযোজক কোন টাকা পাননি।’ 



বারবার বলা সত্ত্বেও সে টাকা ফেরত না দেয়ায় রাশেদ রাহার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।



অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর থানা সূত্র। তবে এখনও কোনও মামলা হয়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top