ভারতের সেরা আবেদনময়ী ইলিয়েনা
প্রকাশিত:
৪ অক্টোবর ২০১৮ ১৩:০৭
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৩

ম্যাকাফির সবচেয়ে সাড়া জাগানো তারকা সমীক্ষার ১২তম সংস্করণ অনুযায়ী ৩০ বছর বয়সী এ অভিনেত্রীর নাম উঠে এসেছে।
ভিন্নধর্মী এ সমীক্ষা করা হয়েছে হ্যাকাররা ক্ষতিকর ওয়েবসাইটে অনলাইন ব্যবহারকারীদের নিয়ে যেতে যেসব তারকার ছবি বেশি ব্যবহার করে তাদের ওপর ভিত্তি করে। যেখানে দেখা গেছে, ভারতে ইলিয়েনার ছবি ও নাম ব্যবহার করে অনলাইন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি প্রতারণা শিকার হয়েছেন।
জরিপে ইলিয়েনা ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, প্রীতি জিনতা, টাবু, কৃতী শ্যানন, অক্ষয় কুমার, ঋষি কাপুর, পরিণীতি চোপড়া ও গোবিন্দও রয়েছেন ওই নামের তালিকায়।
এর আগে আমেরিকায় এই জরিপে শীর্ষে পাওয়া গেছে মডেল কিম কার্ডাশিয়ানকে।
এদিকে বলিউডের ‘অমর আকবর অ্যান্থনি’র তেলেগু ভার্সনে শিগগিরিই দেখা যাবে ইলিয়েনাকে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: