‘শেষের কবিতা’র লাবণ্য হবেন পরীমনি
প্রকাশিত:
২৫ অক্টোবর ২০১৮ ১৩:৩৯
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৩২

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে নির্মিত একটি ওয়েব সিরিজে লাবণ্য চরিত্রে আসছেন ঢালিগঞ্জের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
বুধবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিনের অনুষ্ঠানে এ ঘোষণা দেন পরীমনি।
লাবণ্য চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এ পর্যন্ত উপন্যাসটি চারবার পড়েছি। ছোটবেলায় একবার পড়েছিলাম। তখন ভালোভাবে বুঝিনি। পরে যতবারই পড়েছি, ততবারই আরেকবার পড়ার লোভ হয়েছে। এরপর থেকে স্বপ্ন দেখতাম লাবণ্য চরিত্রে অভিনয় করার। আশা করি সুন্দর একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো।’
পরীমনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টকর্মের জন্য আমি এতোদিন অপেক্ষা করছিলাম। ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’
ওয়েব সিরিজটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘স্বপ্নজাল সিনেমার শুভ্রা চরিত্রের মধ্যে কখনো কখনো লাবণ্যকে পেয়েছি। তাই ভেবেছি, চরিত্রটিতে পরীমনিকেই মানাবে। এজন্যই তাকে নেয়া।’
জানা গেছে, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে শেষের কবিতা’র শুটিং শুরু হবে। আগামী বছর ভালোবাসা দিবসে প্রথম পর্ব প্রকাশ করা হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: