অনলাইনে অশ্লীল-মানহীন ওয়েব সিরিজ ও ভিডিওর ছড়াছড়ি


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৮ ০১:০৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৩৭

অনলাইনে অশ্লীল-মানহীন ওয়েব সিরিজ ও ভিডিওর ছড়াছড়ি

ইদানীং অনলাইনে চলছে মানহীনতা ও অশ্লীলতায় ভরপুর মিউজিক ভিডিও এবং রসালো ওয়েব সিরিজের রমরমা আয়োজন। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে গিয়ে নিম্নমানের নির্মাতারা ভিউ ও আর্থিক লাভের আশায় তৈরি করছেন সুড়সুড়ি দেওয়া কনটেন্ট। মুক্তিপ্রাপ্ত বেশ কিছু ছবির আইটেম গানেও দেখা যায় অশ্লীলতা। গানের কথা  যেমন অরুচিকর ও অশ্লীল তেমনি এর ভিডিও। এ মাধ্যমে সেন্সর বলতে আপাতত কোনো কিছুই বাংলাদেশে নেই। ওয়েব সিরিজের নামে যে যার মতো করে কনটেন্ট বানিয়ে ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে। গত রোজার ঈদে প্রথমবারের মতো যুক্ত হয় টিভি অনলাইন। টিভির পাশাপাশি ওই সময় ইউটিউব চ্যানেলে একাধিক ধারাবাহিক নাটক প্রকাশ পায়। কারণ ভিউয়ারই হয়ে গেছে জনপ্রিয়তার মাপকাঠি। অন্যদিকে গান এখন পুরোদস্তুর ইউটিউবনির্ভর। বিষয়বস্তু নির্বাচন ও প্রকাশের অবাধ স্বাধীনতা, তরুণ জনপ্রিয় নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদের সংযুক্তি; ওয়েব সিরিজের সম্ভাবনাকে বেশ ভালোভাবে জাগিয়ে তুলেছে। কিন্তু অবাধ স্বাধীনতার নামে রসালো কনটেন্ট অবশ্যই কারও কাম্য নয়! জনপ্রিয়তার আশায় নির্মিত এসবে যুক্ত হয়েছে যৌনতা, অশ্লীলতা। প্রচারিত ‘দ্য লিস্ট’, ‘হেলেন অব ট্রয়’, ‘বাঘবন্দি’ ‘পালাবি কোথায়’, ‘আবসিক হোটেল’ প্রভৃতি ওয়েব সিরিজে অপ্রাসঙ্গিক ও অহেতুক যৌনতার সুড়সুড়ি, অশালীন সংলাপ ও অঙ্গভঙ্গি, মাদক গ্রহণের দৃশ্যবালির কারণেই মূলত এই সমালোচনা। বর্তমানে এই মাধ্যমকে পুঁজি করে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘ফোন এক্স’ নামে ওয়েব সিরিজ। তবে সমালোচিত ও বিতর্কিত হলেও অনেকেই বলছেন, আগামী দিনে ‘ওয়েব সিরিজ’ হতে যাচ্ছে বিনোদনের প্রধান মাধ্যম। তবে এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বলিউড অভিনেতা ইরফান খান। তার মতে, ‘আমাদের কাছে ওয়েব সিরিজ করার মতো প্রতিভা নেই। এটিই সত্য।’ এদিকে টিভির দর্শক চলে গেছে ইউটিউবে। এই সুযোগে অনেক নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান শুধু ইউটিউবের জন্য করছেন ওয়েব সিরিজ। কিন্তু এসব ওয়েব সিরিজে কি দেখানো হচ্ছে? সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে সুড়সুড়ি। অন্যদিকে ইউটিউবে গান প্রকাশের বিষয়টি উন্মুক্ত থাকায় এর ফায়দা নিচ্ছে অশুভ মহল। অশ্লীল মিউজিক ভিডিও বানিয়ে তার মাধ্যমে ইউটিউব থেকে আয়ের চেষ্টা করছে তারা। গান প্রকাশ করছে অখ্যাত সব চ্যানেল। মিউজিক ভিডিওতে দেখা যায় অযথা শরীর প্রদর্শনের হিড়িক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top