সেরা সুন্দরী হয়েছেন শুনেই অজ্ঞান হয়ে গেলেন


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৮ ১০:০২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৩২

সেরা সুন্দরী হয়েছেন শুনেই অজ্ঞান হয়ে গেলেন

সেরা সুন্দরীর শিরোপা জিতে নিয়েছেন। সেই খুশিতে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়লেন মিস প্যারাগুয়ে। বুকভরা স্বপ্ন নিয়ে তিনি নাম লিখিয়েছিলেন সুন্দরী প্রতিযোগিতায়। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি সেরা নির্বাচিত হয়েছেন।



সেরা সুন্দরী হিসেবে নিজের নাম শোনার পর নিজেকে ধরে রাখতে পারলেন না প্যারাগুয়ের সুন্দরী ক্লারা সসা। আনন্দের অতি আবেগে মঞ্চেই লুটিয়ে পড়লেন তিনি। এ ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

{video-on}

ভিডিওতে দেখা গেছে, ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরে ছিলেন ক্লারা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অশ্বস্তি বোধ করেন সসা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেননি।



তবে কিছুক্ষণ পরই আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তিনি হাসেন এবং সবার অভিবাদন গ্রহণ করেন।



ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন। তবে প্যারাগুয়ের এই সুন্দরীর এটিই প্রথম বিশ্বমানের কোনো খেতাব জয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top