সুশান্ত-সারার এক মিনিটের রসায়নে মাত নেট দুনিয়া


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০১৮ ১১:৫১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৩

সুশান্ত-সারার এক মিনিটের রসায়নে মাত নেট দুনিয়া

বলিউডে তরুণ জুটি সুশান্ত-সারার এক মিনিটের রসায়নে মাত হল নেট দুনিয়া। নায়কের সঙ্গে লিপ লকে, নিজের ইউনিক গ্ল্যামারে নজর কাড়লেন দর্শকের। অভিষেক ছবিতেই বোল্ড সিক্যুয়েন্সে রীতিমত সাবলিল সারা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কেদারনাথ’ ছবির অফিশিয়াল টিজার। কোনও ডায়লগ ছাড়াই যে এক মিনিটের ট্রেলার দর্শকদের মনে ভালই দাগ কেটেছে।



এই ছবির মাধ্যমেই টিনসেলে ডেবিউ করতে চলেছেন সারা আলি খান। সাধারণ পরিবারের মেয়ে হিসেবে দেখা গিয়েছে সারাকে। সালওয়ার পরা শান্ত, চুপচাপ মেয়ে। অন্যদিকে, সুশান্তকে ততটাই চঞ্চল৷ টিজার দেখে মনেই হচ্ছে না যে এই প্রথম সারা এবং সুশান্ত স্ক্রিন স্পেস শেয়ার করেছেন।





এক মিনিটের ভিডিওতে সুশান্ত এবং সারার রসায়ন অতুলনীয়। প্রেম, যুদ্ধ, ট্র্যাজেডির সঠিক পরিমাণে তৈরি হয়েছে এই টিজার৷ কোনও ডায়লগ ছাডা়ই দর্শকদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে ‘কেদারনাথ’। সারার স্ক্রিন প্রেজেন্স বেশ আকর্ষনীয় বলেই মনে করছেন ভক্তরা। 



এক মিনিটের ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সারা এবং জাহ্নবীর মধ্যে তুলনা৷ নেটিজেনের মতে, জাহ্নবীর থেকে সারার গ্ল্যামার, চাহনি ভালোই। এমনকি কয়েকজন অনুমান করেও বলতে শুরু করেছেন, সারার অভিনয় ক্ষমতার, জাহ্নবীর অভিনয়ের চেয়ে বেশি ভালো।

{video-on}

‘কেদারনাথ’ ছবিটি নিয়ে প্রথম থেকেই সমস্যার অন্ত ছিল না৷ পরিচালক-প্রযোজকের সঙ্গে সারার আইনি সমস্যা। পরিচালক এবং প্রযোজকের সমস্যা। এই বছরের শুরু দিকেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি৷ তা পিছিয়ে ঠিক হয়েছিল ৩০ নভেম্বর৷ অবশেষে সমস্ত বাধা কাটিয়ে ৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কেদারনাথ’। খুব শীঘ্রই ট্রেলার মুক্তি পাবে বলেই জানিয়েছেন পরিচালক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top