সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


যিনি খুব জনপ্রিয় দুই বাংলাতেই : শিবব্রত গুহ


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০২

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১০:২৭

ছবিঃ ফেরদৌস আহমেদ


বাংলা সিনেমার খ্যাতি বিশ্বজুড়ে। এই বাংলা সিনেমার একজন বিখ্যাত অভিনেতা হলেন ফেরদৌস আহমেদ। তাঁর অভিনয়ের দক্ষতা অসাধারণ।  যে কোন চরিত্র তিনি অপূর্ব ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন। এই ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার।

তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলা সিনেমা হল পৃথিবী আমারে চায় না। ২০০১ সালে, তিনি বলিউডে, অভিনয় করেছেন। সিনেমার নাম হল মিট্টি। ১৯৯৮ সালে, তিনি নামী পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে, বিরাট জনপ্রিয়তা লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং,  টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে চুটিয়ে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রে, তাঁর অসামান্য অবদানের জন্য, বাংলাদেশ সরকার,  তাঁকে চারবার  জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরষ্কারে করেছে সন্মানিত।

গেরিলা, চুপি চুপি,  এই মন চায় যে, প্রেমের জ্বালা, প্রাণের মানুষ,  দুই নয়নের আলো, ফুলের মতো বউ প্রভৃতি হল তাঁর অভিনীত সফল সিনেমা গুলোর মধ্যে অন্যতম।  এপার বাংলা ও ওপার বাংলা - দুই বাংলাতেই যিনি খুব জনপ্রিয় - তিনি হলেন আপামর বাঙালীর নয়নের মনি অভিনেতা ফেরদৌস আহমেদ।


শিবব্রত গুহ
কোলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top