হানিফ সংকেতের ঈদে আসছে ‘যুগের হুজুগে’
প্রকাশিত:
১৯ জুলাই ২০২১ ০০:৫০
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৮

প্রভাত ফেরী: অনেকদিন ধরে নাটক নির্মাণ করেও জনপ্রিয়তা পেয়েছেন দেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। তবে তার জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’-কে তিনি পৌঁছে দিয়েছেন সবার হৃদয়ে। তবে নাটক তিনি বিশেষ করে ঈদের মতো উৎসগুলোতে তৈরি করেন।
সেই ধারাবাহিকতায় আসছে কোরবানি ঈদেও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন বিশেষ নাটক। তার এবারের নাটকের নাম ‘যুগের হুজুগে’। প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।
বরাবরের মত এবারও তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পে সামাজিক বক্তব্য নির্ভর নাটক। আজকালকার নায়ক-নায়িকা নির্ভর নাটকের ভিড়ে হানিফ সংকেতের নাটক পরিবার কেন্দ্রিক হয় বলে সব শ্রেণি পেশার দর্শকদের কাছে তা গ্রহণযোগ্য হয়।
একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তানকে নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিনয় ভদ্রসহ আরো অনেকে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: