চঞ্চল ও শাওনের নতুন গান ‘নিশা লাগিলো রে’


প্রকাশিত:
২৫ জুলাই ২০২১ ২০:৪৮

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৮

 

প্রভাত ফেরী: ‘সর্বত মঙ্গল রাধে’র পরে এবার চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের কন্ঠে এলো ‘নিশা লাগিলো রে’। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারা জনপ্রিয় দুই তারকা। শুধু অভিনয়েই দক্ষ নন, গাইতেও পারেন দারুণ।

সোমবার (১৯ জুলাই) আমাদের গান নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে চঞ্চল-শাওনের ‘নিশা লাগিলো রে।’

গত বছর ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে আলোচনার সৃষ্টি করেছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। কেননা গানটি যেমন বিতর্কিত হয়েছিলো, ঠিক একইভাবে জনপ্রিয়তাও পেয়েছিলো বেশ।

চমকপ্রদ তথ্য হলো- ফের একবার একসঙ্গে গাইলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। ‘নিশা লাগিলো রে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা জুটি।

‘নিশা লাগিলো রে’ গানটির কথা ও সুর হাসন রাজার। এটি পরিচালনার দায়িত্বে ছিলেন রাশিদ খান ও পার্থ বড়ুয়া। পাশাপাশি সঙ্গীত পরিচালনাও করেছেন পার্থ।

এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত গানটি দেখা হয়েছে প্রায় ৯৭ হাজার বার।



আপনার মূল্যবান মতামত দিন:


Top