'কুড়া পক্ষীর শূন্যে উড়া' এখন অস্ট্রেলিয়াতে


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:৪৫

 

বিনোদন
'কুড়া পক্ষীর শূন্যে উড়া' এখন অস্ট্রেলিয়াতে

রিপোর্টঃ মোঃ ইয়াকুব আলী

 

বাংলাদেশের মাটি ও মানুষের চলচ্চিত্র 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' এখন অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার সিডনী এবং মেলবোর্ণে দুটো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সিডনীর ব্যাংকসটাউনের আর মেলবোর্ণের চ্যাডস্টোনের হোয়টস সিনেমা হলে প্রদর্শিত হবে ৫ই মার্চ রবিবার সন্ধ্যা ছয়টার সময়। অস্ট্রেলিয়াতে চলচ্চিত্রটির পরিবেশক বঙ্গজ ফিল্মস। তারা সারা বছরই বিভিন্ন প্রকারের বাংলা চলচ্চিত্রের প্রদর্শনীর ব্যবস্থা করে থাকেন। বঙ্গজ ফিল্মসের স্বত্বাধিকারী তানিম আল মিনারুল মান্নান বলেনঃ “দর্শকদের সাড়া পেলে চলচ্চিত্রটির আরও প্রদশর্নীর ব্যবস্থা করা হবে।” তিনি আরও বলেনঃ "আপনারা সপরিবারে সিনেমা হলে এসে চলচ্চিত্রটি দেখুন, বাংলাদেশকে জানুন। বাংলাদেশের মাটি ও মানুষের কাছে ফিরে আসুন যেখানে সকল প্রবাসীর শেকড় গ্রথিত। প্রবাসী দ্বিতীয় প্রজন্মকে তাঁর শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিন। এই চলচ্চিত্রের চিত্রায়ণ এবং শব্দ ধারণ এমনভাবে করা হয়েছে যাতে দর্শক নিজের অজান্তেই চলচ্চিত্রের অংশ হয়ে যাবেন।" বাংলাদেশের ভাটি অঞ্চলের বিস্তীর্ণ হাওরের মানুষের আবহমানকাল ধরে চলা জীবন সংগ্রাম এই চলচ্চিত্রের বিষয়বস্তু। পাশাপাশি এই সিনেমার গানগুলোও ঐ অঞ্চলের স্থানীয় ভাষার।
আসুন আমরা বাংলা চলচ্চিত্র দেখি। বাংলা চলচ্চিত্র নিয়ে আলোচনা সমালোচনা করি। বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে এগিয়ে নিই। নিচের লিংকে যেয়ে আপনি খুব সহজেই টিকেট করতে পারেন।
https://bongozfilms.com/

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top