বলিউডের নির্মাতা প্রদীপ সরকার মারা গেছেন
প্রকাশিত:
২৬ মার্চ ২০২৩ ২১:১২
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:৩৯

‘পরিণীতা’ ছবির পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। শুক্রবার রাত ৩টার দিকে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭। টুইটারে প্রদীপ সরকারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পরিচালক হনসল মেহতা, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা।
জানা গেছে ডায়ালিসিস চলছিল তার। হঠাৎ করেই দেহে পটাশিয়ামের মাত্রা কমে যায় পরিচালকের। রাত ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হলে শেষরক্ষা হয়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪টার দিকে সান্টাক্রুজে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
বিজ্ঞাপন জগত থেকেই কেরিয়ার শুরু করেন প্রদীপ সরকার। তারপর পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা। বিধু বিনোদ চোপড়ার প্রোডাকশনে তৈরি পরিণীতিই তার প্রথম পরিচালিত ছবি। যে ছবি দিয়ে বিদ্যা বালান বলিউডে কেরিয়ার শুরু করেন। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে নজর কেড়েছিলেন প্রদীপ সরকার। এরপর রানি মুখোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা ও অভিষেক বচ্চনকে নিয়ে তৈরি করেন ‘লাগা চুনরি মে দাগ’। ছবিটি বক্স অফিসে সফল না হলেও, প্রশংসা কুড়িয়েছিল।
তারপর ‘লফঙ্গে পরিন্দে’, ‘মরদানি’, ‘হেলিকপ্টার এলা’র মতো ছবি দর্শকদের উপহার দেন প্রদীপ সরকার। কাজল ও ঋদ্ধি সেন অভিনীত ‘হেলিকপ্টার এলা’ই তাঁর শেষ পরিচালিত ছবি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: