লতা মঙ্গেশকরের বায়োপিকে শ্রদ্ধা!


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৩ ২৩:২২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:৪১

 

বলিউডের প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে পর্দায় ফুটিয়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর। সম্প্রতি, শ্রদ্ধা একটি ফ্যান ইভেন্টে যোগ দিয়েছিলেন যা সবচেয়ে উল্লেখযোগ্য মিডিয়া পোর্টালগুলোর আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভক্তদের সাথে কথোপকথনের সময় অভিনেত্রী ভক্তদের জিজ্ঞাসা করা বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছেন।

কথোপকথনে এক ভক্ত অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, যদি তিনি কোনও ঐতিহাসিক ব্যক্তিত্বের বায়োপিকে অভিনয় করার সুযোগ পান, তবে তিনি পর্দায় চিত্রিত করার জন্য কার জীবনী বেছে নেবেন? উত্তরে শ্রদ্ধা জানান, তিনি তার মাসী পদ্মিনী কোলহাপুরের চরিত্রে অভিনয় করতে চান, যিনি একজন নামকরা অভিনেত্রী ।
এরপর শ্রদ্ধা লতাজির বায়োপিকে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

ভক্তের প্রশ্নের উত্তরে শ্রদ্ধা বলেন, “এই প্রশ্নের সর্বোত্তম উত্তর হচ্ছে আমি পদ্মিনী কোলহাপুরের চরিত্রে অভিনয় করতে চাই। তিনি আমার মাসী হন। এছাড়া আমি লতা মঙ্গেশকরের চরিত্রেও অভিনয় করতে চাই।
এটা আমার স্বপ্ন। এমন একজন কিংবদন্তীর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলাটা জীবনের সেরা সুযোগ হবে।”

শক্তি কাপুর কন্যাকে সর্বশেষ দেখা গিয়েছিল লভ রঞ্জনের ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ চলচ্চিত্রে। সিনেমাটি বক্স অফিসে হিট করেছে।
বর্তমানে তিনি রাজকুমার রাও এবং অপশক্তি খুরানার সাথে আসন্ন চলচ্চিত্র ‘স্ত্রী ২’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top