চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:৩৬

 

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তবে তার ‍মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সঙ্ঘের সভাপতি আহসান হাবিব নাসিম।


জানা গেছে, বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারা সুবাস’-এর বিশেষ প্রদর্শনী ছিল। এতে যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল (৫৫)।

আহমেদ রুবেল একজন থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি তার কর্মজীবন শুরু করেন সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে। পরবর্তীতে তিনি বাণিজ্যিক সিনেমাসহ মোট ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর তিনি চলচ্চিত্র শিল্প ছেড়ে টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন এবং সফল হন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top