সিডনী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


ডিভর্সের পর এবার মোহিনীকে নিয়ে চটলেন এ আর রাহমান, দিলেন মামলার হুমকি


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪ ১৩:১৮

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০

ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রাহমানকে আলোচনা চলছেই। মূলত তার বিচ্ছেদ নিয়েই চর্চা চলছে ডিভোর্স ঘোষণার পর তার দলের বেজ গিটারিস্ট মোহিনীর সঙ্গে পরকীয়ার। আর এসবের মাঝেই মামলার কথা বললেন তিনি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ।

লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সরিয়ে না নিলে ভারতীয় আইনে ব্যবস্থা নেয়া হবে।

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এ আর রাহমান নিজেই। এরপর থেকে শুরু হয় জল্পনা-কল্পনা। আর তার বিচ্ছেদের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গায়কের দলের বেজ গিটারিস্ট মোহিনী দের বিচ্ছেদের ঘোষণা। দুই বিচ্ছেদের জোর বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা করছে নেটিজেনরা।

এই অবস্থায় বাধ্য হয়ে ২৩ নভেম্বর, শনিবার ইস্যু করা নিজের লিগ্যাল টিমের পক্ষ থেকে তৈরি করা একটি নোটিশ এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এ আর রাহমান। কয়েক পাতার সেই নোটিশের মাধ্যমেই হুঁশিয়ারি দেয়া হয়েছে যে—রাহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন, তারা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন। অন্যথায় ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে তাদের।

১৯৯৫ সালে বিয়ে হয়েছিল এ আর রাহমান ও সায়রা বানুর। দেখাশোনা করেই বিয়ে, তারপর দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য। তাদের খাতিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে। রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ সংবাদমাধ্যমকে বলেন, এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনীর বিচ্ছেদের সঙ্গে রহমান ও সায়রার বিচ্ছেদের কোনো সূত্র নেই। এটা তাঁদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো। প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠা-নামার মধ্যে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তারা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনই দুজনকে সম্মান করেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top