মেহজাবিনের সঙ্গে প্রেম করছি, আরও কতো কী
প্রকাশিত:
৩ জুলাই ২০১৮ ০৮:৪৮
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২২:০০

দেশের মিডিয়াপাড়া সরগরম হয়ে উঠেছে লাক্স তারকা মেহজাবীন চৌধুরী ও তরুণ নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের গুঞ্জন নিয়ে। অনেক দিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন ভাসলেও এবারই প্রথম তাদের বিয়ের গুঞ্জন ডালপালা মেলেছে।
বিয়ের বিষয়ে তারা মুখ না খুললেও বিয়ের কথা সরাসরি অস্বীকার করেননি রাজীব। তাই অনেকেই বলছেন, যা রটে কিছু তো বটে। বিয়ে নিয়ে রাজীবের ভাষা, ‘বিয়ে ব্যাক্তিগত বিষয়। তবে বিয়ে হলে লুকিয়ে রাখা যায়না।’
মেহাজাবিনের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে তিনি জানান, তিনি বর্তমানে লন্ডনেই রয়েছেন। তার সঙ্গে মেহজাবিন রয়েছেন কী না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একটু বেশি আগ্রহের প্রশ্ন। প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। সেগুলো ব্যক্তিগতই থাকা উচিত। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কারো সাথে আলাপ করি না এবং ইচ্ছুকও না!’
তিনি আরও বলেন, ‘গত ৭ বছর ধরেই তো গুঞ্জন হচ্ছে আমাকে নিয়ে। মেহজাবিনের সঙ্গে প্রেম করছি, আরও কতো কী। সংবাদেও এসেছে এসব। এগুলো নিয়ে আমি চিন্তিত না। আমি কথা খুব কম বলি। কোনোকিছু প্রকাশ করতেও পছন্দ করি না। বিয়ে ব্যক্তিগত বিষয়। তবে বিয়ে হলে লুকিয়ে রাখা যায় না। বিয়ে করলে সেটি নিয়ে মুখ খুলবো না কেনো?’
শোনা যাচ্ছে, মেহজাবীন ও রাজীব দুজনই বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। ফেসবুকে আলাদা আলাদা চেক ইন দিলেও ধারণা করা হচ্ছে, দুজন একসঙ্গেই রয়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: