কার সঙ্গে কক্সবাজারে সুজানা?


প্রকাশিত:
৬ জুলাই ২০১৮ ১৪:৩৮

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৩

কার সঙ্গে কক্সবাজারে সুজানা?

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। অভিনয় থেকে কিছুটা দূরে সরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি বেশ সরব। দেশে-বিদেশে যেখানেই যান চেক ইন দিয়ে ভক্তদের নিজের অবস্থান জানান। সম্প্রতি কক্সবাজারে গিয়েছিলেন এই অভিনেত্রী।





সেখানে সুজানা এক যুবকের সঙ্গে বৃষ্টিতে ভিজে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তবে ছবিতে ছেলেটির মুখ দেখা যায়নি। দু’জনার বৃষ্টি ভেজা ছবির ক্যাপশনে সুজানা লিখেছেন, ‘‘গেজ হু ইজ হি?’’ (অনুমান করুন, তিনি কে)?



ওই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই তাদের মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, এটি অভিনেতা সজল! অনেকেই আবার মনে করছেন ‘নতুন সঙ্গী’ নিয়ে বেড়াতে গিয়েছেন সুজানা। আসলে কে এই যুবক?



এ প্রসঙ্গে সুজানা বলেন, ‘আমার সঙ্গে কে এটা এখন জানাতে চাচ্ছি না। চমক হিসেবে থাক। অনেকেই দেখলাম সজলের নাম বলছেন। কিন্তু আমি এখনই পুরোপুরি জানাতে চাই না। শুধু এতটুকুই বলবো, কোনো ব্যক্তিগত কাজ নয়, একটি শুটিং’র দৃশ্য এটি। কিন্তু কাজটা পুরোপুরি শেষ হয়নি। বৃষ্টি বাগড়া দিয়েছে। আগামী মাসে আবার শুটিং হবে।’



তিনি আরো বলেন, ‘প্রায় সাত মাস পর কাজে ফিরলাম। ‘সুজানাস ক্লোজেট’ নামে একটি ফ্যাশন হাউজ চালু করেছি কয়েকমাস আগে। ওইটা ঠিকমত দেখভাল করতে গিয়ে সময় লেগেছে। এর কারণে অনেকেই মনে করে পোশাকের ব্যবসায় নেমেছি বলে মিডিয়া ছেড়ে দিয়েছি। কিন্তু এমনটা নয়। একটা নতুন ব্যবসা ঠিকমত চালাতে গেলে অনেক শ্রম দিতে হয়। আমারও তাই করতে হয়েছে। ভালো কাজ পেলে আমি না করি না। অনেকদিন পর একটি ভালো কাজ পেয়েছি বলে করেছি। কিছুদিনের মধ্যে বিস্তারিত জানতে পারবেন সবাই।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top