ফিরে যাচ্ছেন মোনালিসা
প্রকাশিত:
৭ জুলাই ২০১৮ ১৫:৫১
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৩৭

ছোট পর্দার প্রিয় মুখ মোনালিসা। নিয়মিত না হলেও যখনই তিনি সময় পান তখনই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান। এবার ঈদের নাটকেও দেখা মিলেছে তার। দেশে কাটানো তিন মাসের স্মৃতি নিয়ে আমেরিকায় ফিরে যাচ্ছেন মোনালিসা।
গেল পহেলা বৈশাখের দু’দিন আগে ১২ এপ্রিল দীর্ঘদিন পর ঢাকায় আসেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। গত দুই বছর যাবত আমেরিকার বিশ্ববিখ্যাত কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান ‘সেফোরা’র বিউটি অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন তিনি। শনিবার (৭ জুলাই) রাতের ফ্লাইটেই আমেরিকায় ফিরে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘জীবন সত্যিই অদ্ভূত। এবার যাবার বেলায় সঙ্গে কিছু মধুর স্মৃতি নিয়ে যাচ্ছি। অনেক মানুষই স্মৃতি নিয়ে জীবন পার করে দেয়। আমিও সেখানে দেশে কাটানো মধুর স্মৃতিগুলো মনে করে কাটিয়ে দেই।’
তিনি আরো বলেন, ‘এবার দেশে এসে তরুণ কয়েকজন মেধাবী নির্মাতার নির্দেশনায় কাজ করেছি। তাদের মধ্যে ভালো কাজ করার প্রবল আগ্রহ দেখেছি। তাদের সঙ্গে কাজ করেও বেশ ভালো লেগেছে।’
আগামী ঈদের জন্য গত কয়েকদিনে তিনটি নাটকের কাজ করেছেন এই অভিনেত্রী। সুমন আনোয়ারের ‘যখন সবকিছু থেমে যায়’, সঞ্জয় সমাদ্দারের ‘এক যে ছিল মা’ এবং শরীফুলের ‘লুকিয়ে ভালোবাসবো তারে’। তিনটি নাটকে মোনালিসার সহশিল্পী হিসেবে কাজ করেছেন আফরান নিশো, আবদূন নূর সজল ও ইরফান সাজ্জাদ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: