নগ্ন দৃশ্যে অভিনয় করায় ‘পর্ন তারকা’র খেতাব পেলেন অভিনেত্রী


প্রকাশিত:
১৪ জুলাই ২০১৮ ০৪:৩৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৪৩

নগ্ন দৃশ্যে অভিনয় করায় ‘পর্ন তারকা’র খেতাব পেলেন অভিনেত্রী

খ্যাতনামা নির্মাতা অনুরাগ কাশ্যপ পরিচালিত নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘সেক্রেট গেমস’ প্রথম থেকেই বিতর্কিত। এতে অভিনেত্রী কুবরা সাইতকে সাতবার নগ্ন হতে বলেন পরিচালক। এ ছাড়াও যৌন মিলনের বেশ কিছু দৃশ্য রয়েছে ওয়েব সিরিজটিতে। সেই দৃশ্যে অভিনয় করে বিপাকে পড়েছেন অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে। দর্শকদের কাছ থেকে পর্ন তারকার খেতাব পেলেন অভিনেত্রী।



‘আপনি কি পর্ন তারকা?’—এমন বার্তায় ছেয়ে যাচ্ছে রাজশ্রী দেশপান্ডের মেসেজ ইনবক্স। এই প্রসঙ্গে রাজশ্রীর অভিযোগ করে জানান, ‘সেক্রেট গেমস’-এ যৌন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। কারো মাধ্যমে সেই দৃশ্যটি পর্ন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। আর তারপর থেকেই নাকি তিনি ক্রমাগত মেসেজ পাচ্ছেন, তিনি পর্ন তারকা কি না!



সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজশ্রী বলেন, ‘ওয়েব সিরিজটিতে যৌন দৃশ্যে অভিনয় করেছি। কিন্তু তারপরই আমি দেখলাম ঠিক ওই ছবিগুলোই হোয়াটস্অ্যাপে ঘুরছে। কোলাজ তৈরি করে লেখা হয়েছে, “মঙ্গলসূত্রসহ আবেদনময়ী ভারতীয় অভিনেত্রী”। পর্ন সাইটেও দেওয়া হয়েছে দৃশ্যটি। এরপর থেকেই এমন সব মেসেজ পাচ্ছি, যেখানে বলা হচ্ছে আমি পর্ন তারকা! কিছু কিছু মন্তব্য খুবই বাজে।’



রাজশ্রী আরও জানান, শুটিংয়ের আগে অনুরাগ জানতে চেয়েছিলেন, তিনি এই দৃশ্যে স্বাচ্ছন্দ্য কি না। তার অস্বস্তি থাকলে শুটিং করতেন না পরিচালক। কিন্তু এ ধরনের দৃশ্যে অভিনয় করতে তার অস্বস্তি ছিল না। এটা তিনি আগেও করেছেন। চিত্রনাট্য পড়ে আশ্বস্ত হয়েছিলেন বলেই যৌন দৃশ্য নিয়ে তার কোনো আপত্তি ছিল না। কিন্তু তারপরের এই ঘটনায় তিনি স্তম্ভিত। পর্ন সাইটে ভিডিও চলে যাওয়ায় ব্যাপারটি আয়ত্তের বাইরে চলে গিয়েছে বলে মন্তব্য করেন অভিনেত্রী।



রাজশ্রীর বলেন, ‘এসব দৃশ্যে অভিনয় নিয়ে ব্যক্তিগত জীবনে আমার স্বামীরও কোনো আপত্তি নেই। সে বলে, যদি তুমি মনে করো চিত্রনাট্যের প্রয়োজনে নগ্ন হতে হবে সেই সিদ্ধান্ত তোমার। তার জন্য আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অভিনয়ের পরবর্তী ঘটনায় আমি বিরক্ত।’



এর আগে মালায়ালাম সিনেমা ‘সেক্সি দুর্গা’ বা প্যান নলিনের ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেস’-এ রাজশ্রীর অভিনয় দেখেছেন দর্শক। তাকে সাহসী দৃশ্যে এর আগেও দেখা গিয়েছে।



একই ওয়েব সিরিজে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর সংলাপ বলায় অভিযোগ দায়ের হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে। তবে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সাইফ আলি খান। রাধিকা আপ্তেও দারুণ অভিনয় করে আলোচিত হয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top