নেহা ধূপিয়া নজর কাড়লেন
প্রকাশিত:
১৫ জুলাই ২০১৮ ০৩:০৯
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৪৬

বলিউড অভিনেত্রী নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদি গেলো মে মাসে বিয়ে করেছেন। চুপচাপ তার এই বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করে বেশ খোশ মেজাজে আছেন নেহা।
বিয়ের পর বেশ খানিকটা সময় নীরবে কাটালেও এবার নতুন করে আলোচনায় এলেন তিনি। বিয়ের পর একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন নেহা।
pran এবারের ফটোশুটে তার হটনেস, লুকস ও স্টাইল একেবারেই ভিন্ন। বেশ খোলামেলা হয়ে পোজ দিয়েছেন তিনি।
কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি লাখের বেশি ভিউ হয়। এই শুটের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।
এখন একটি জনপ্রিয় টক শোর পরিচালনায় আছেন নেহা ধুপিয়া। এছাড়াও একটি রিয়েলিটি শো-এর কাজ করছেন তিনি।
২০০২ সালে নেহা ‘মিস ইন্ডিয়া’সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হলে বলিউড থেকে ডাক পান তিনি। ‘কায়ামাত- সিটি আন্ডার থ্রেট’ (২০০৩) চলচ্চিত্রে তিনি কাজ করার সুযোগ পান।
কিয়া কুল হে হাম, শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা, দাছ কাহানিয়া, জুলি, সীসাসহ বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: