‘তুমি যা চাও তার সবটুকু দেওয়ার সামর্থ্য তোমার মায়ের নেই’
প্রকাশিত:
২১ জুলাই ২০১৮ ১৪:০১
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২২:০০

ঢালিউড সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। শাকিব-অপুর বিচ্ছেদের পর মায়ের কাছে বেড়ে উঠছেন জয়। বর্তমানে তার বয়স ১ বছর ১০ মাস। জয়কে মায়ের মমতায় আগলে রেখে সংগ্রামী জীবন চালিয়ে যাচ্ছেন ঢাকাই কুইন অপু বিশ্বাস। সম্প্রতি জয়কে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নায়িকা।
গত ১৭ জুলাই অপু তার ফেসবুক পেজে লিখেছেন, ‘তুমি যা চাও তার সবটুকু দেওয়ার মতো সামর্থ্য হয়তো তোমার মায়ের নেই। কিন্তু তার যতটুকু ভালোবাসা আছে তার চেয়েও বেশি দেওয়ার ক্ষমতা তোমার মায়ের আছে।’
স্ট্যাটাসের সঙ্গে মা-ছেলের একটি ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যাচ্ছে, একই রঙের চেক শার্ট পরেছেন দু’জন। অপুর নজর ক্যামেরার দিকে থাকলেও অবাক চোখে তারকা মায়ের দিকে তাকিয়ে আছে অবুঝ ছেলে আব্রাম।
শাকিবের সঙ্গে বিয়ের আগে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন অপু বিশ্বাস। বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন তিনি একা। শাকিব পাশে না থাকলেও নিজের আগের ধর্মে ফিরবেন না অপু। ছেলের জন্য ইসলাম ধর্মেই থাকবেন এই নায়িকা।
এ প্রসঙ্গে অপু জানান, ‘আমি স্বামীর জন্য মুসলমান হয়েছিলাম। যদিও এখন স্বামী নেই, অনেকে নিজ ধর্মে ফিরে যায়। কিন্তু আমি মুসলমানই থাকব। বারবার ধর্ম পরিবর্তন করতে পারব না। আমি ইসলাম বিশ্বাস করেই এ ধর্ম পালন করি।’
তিনি আরো বলেন, ‘ছেলে আব্রাম খান যখন বড় হবে, তখন ওর বাবার ধর্ম একটি হবে, আর মায়ের ধর্ম আরেকটি। ছেলে কনফিউশনে পড়ে যাবে। ওকে সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে। এ পরিস্থিতিতে ওকে আমি ফেলতে চাই না।’
শাকিবের প্রতি আক্ষেপ প্রকাশ করে অপু বলেন, ‘সংসার বাঁচাতে আমি আমার দীর্ঘদিনের ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। এটি করেও শাকিবের থেকে কোনো সাড়া পাইনি। অনেক আশা করেছিলাম, হয়তো এক সময় শাকিব তার ভুল বুঝতে পারবে। বাবা হিসেবে অন্তত ছেলের জন্য হলেও ফিরে আসবে। কিন্তু সেটি হয়নি। আমার সন্তানই এখন আমার সব। ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলাই আমার একমাত্র কাজ। আমরা মা-ছেলে ভালোই আছি। আল্লাহ আমাদের ভালো রেখেছেন।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: