গোপনে এ কি হলো!


প্রকাশিত:
২২ জুলাই ২০১৮ ১৫:১৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৩৪

গোপনে এ কি হলো!

গোপনে ছবির পরিচালক পরিবর্তনের অভিযোগ উঠেছে নাম্বার ওয়ান শাকিব খানের বিরুদ্ধে। ‘নোলক’ নামের একটি ছবির ৮৫ ভাগ কাজ শেষ হওয়ার পর ছবিটির পরিচালক বদল হয়েছে বলে অভিযোগ ছবিটির বর্তমান পরিচালক রাশেদ রাহার। ইফতেখার চৌধুরীকে ছবিটির নতুন পরিচালক করা হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে। 



এ নিয়ে রবিবার (২২ জুলাই) বিকেল পৌনে ৪টায় পরিচালক ইফতেখার চৌধুরী ও প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেটের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে দু'টি পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদ রাহা। 



শাকিব-ববিঅভিযোগে তিনি বলেন, ‘আমি ২৩ নভেম্বর ২০১৭ তারিখে ‘নোলক’ নামে একটি চলচ্চিত্র পরিচালনার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করি। দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতিতে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য মহরতের মাধ্যমে আমার ওপর ছবিটি পরিচালনার দায়িত্বভার অর্পণ করা হয়। শতভাগ আন্তরিকতার সঙ্গে ইতোমধ্যে ছবির ৮৫ ভাগ শুটিং সম্পন্ন করেছি। গত ১ ডিসেম্বর থেকে টানা ২৮ দিন ছবির শুটিং হয়েছে ভারতের হায়দরাবাদ রামোজি ফিল্ম সিটিতে। বাকি কাজ করার জন্যও আমি প্রস্তুত ছিলাম।’



তিনি আরও বলেন, ‘ছবিটির শেষভাগের কাজের জন্য প্রযোজক আমাকে পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে পরামর্শ করতে বলেন। ছবির নির্মাণকৌশল ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে আমি কারও সঙ্গে পরামর্শ করিনি।’



অভিযোগপত্রে রাশেদ রাহা বলেন, ‘আমাকে ছাড়াই পরিচালক ইফতেখার চৌধুরীকে দিয়ে নোলক ছবির বাকি অংশের কাজ শেষ করার জন্য প্রযোজক ইতোমধ্যেই একটি দল নিয়ে গতকাল (২১ জুলাই) কলকাতায় পৌঁছেছেন। পুরো ব্যাপারটা ঘটেছে আমার অজ্ঞাতে। এমন একটি ঘটনা আমার অজ্ঞাতে ঘটেছে। আমি পুরো বিষয়টিতে হতবাক হয়ে গেছি। মানসিক ভাবেও আমি অসুস্থ হয়ে পড়েছি কেননা একটি চলচ্চিত্র তাঁর নির্মাতার কাছে সন্তানের মতো।’



নোলকতবে অভিযোগের বিষয়ে প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেট ও নতুন পরিচালক ইফতেখার চৌধুরীর কোনও বক্তব্য পাওয়া যায়নি। 



এদিকে অভিযোগ হাতে পাওয়ার কথা স্বীকার করে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন গণমাধ্যমকে বলেন, ‘আমি ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তাকে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী একটা ছবির মূল পরিচালক যদি ছবি করতে আগ্রহী না হন, সেক্ষেত্রে প্রযোজক অন্য পরিচালক দিয়ে ছবি শেষ করতে পারেন। অন্যথায় নয়।’



রাশেদ রাহার অভিযোগ সত্য হলে পরিচালক সমিতি থেকে ইফতেখার চৌধুরীর সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে বলেও জানান বদিউল আলম খোকন। 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top