সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


শীতজনিত রোগ: মৃত্যু ৫১ জনের, আক্রান্ত কয়েক লাখ মানুষ


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২০ ২২:১৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ২২:৫০

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: শীতের মধ্যে পেটের পীড়া ও শ্বাসতন্ত্রের জটিলতাসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়েছেন দেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষ। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার হিসাব অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৫১ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে ডায়রিয়ায় ১ লাখ ২৫ হাজার ৬৫৩, শ্বাসতন্ত্রের সংক্রমণের শিকার ৫০ হাজার ৭৮৬ এবং জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরে আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ১০ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া যারা মারা গেছেন তাদের মধ্যে ৪ জন ডায়রিয়ায়, ১৭ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে ও অন্য ৩০ জন অন্য জটিলতায় আক্রান্ত ছিলেন।

মধ্য জানুয়ারিতে শীতের তীব্রতা কিছুটা কমে এলেও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রয়েছে রোগীদের চাপ। ডায়রিয়া, ব্রঙ্কাইটিস ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। এবার পৌষের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর জানুয়ারির শুরুতেই দেশ জুড়ে বৃষ্টি হওয়ায় শীত আরও বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে তারা বলছে, চলতি জানুয়ারি মাসে সারা দেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের মাঝামাঝি সময়ে ও শেষ সপ্তাহে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

হেলথ এমারজেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী ডা. আয়শা আক্তার বলেন, এবার ডিসেম্বরে শীত জেঁকে বসায় রোগে আক্রান্ত হয়েছেন মানুষ। তবে জানুয়ারিতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তার পরামর্শ হচ্ছে এ আবহাওয়ায় প্রয়োজনীয় গরম কাপড় পরলে এবং খাওয়ার-দাওয়ার সময় পরিচ্ছন্নতা বজায় রাখলে শীতের রোগ আক্রান্ত করবে কম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top