করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে ১৮ মাস সময় লাগবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৭
আপডেট:
১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৩

প্রভাত ফেরী: চীনসহ বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে যে নতুন করোনা ভাইরাস তার নাম রাখা হয়েছে কভিড-১৯ (COVID-19)। এই নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ভাইরাসের ভ্যাকসিন পেতে আরও ১৮ মাস সময় লাগবে।
চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের বাকি দেশগুলোর জন্য ভয়াবহ হুমকি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম ঘেব্রেয়েসুস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, এই ভাইরাসকে জনগণের জন্য এক নম্বর শত্রু হিসেবে দেখা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিভিন্ন দেশকে এই ভাইরাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে কমপক্ষে ৩০টি দেশের স্বাস্থ্য ব্যবস্থা খুবই দুর্বল। সেখানে এই ভাইরাস সর্বনাশা হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে এই ভাইরাসের নতুন নামকরণ হয়েছে কভিড-১৯ (COVID-19)। করোনা থেকে সিও (CO), ভাইরাস থেকে ভিআই (VI) এবং ডিজিজ থেকে ডি (D)। আর যেহেতু এটা ২০১৯ সালে শনাক্ত হয়েছে তাই শেষে ১৯ দিয়ে লেখা হচ্ছে।
আইইসিডিআর এর এই অধ্যাপক বলেন, আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন যে তথ্য জানিয়েছে তাতে দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১শ’ ১৩ ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিষয়: করোনা ভাইরাস চীন
আপনার মূল্যবান মতামত দিন: