সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ঘণ্টা বাজিয়ে ‘ভগবান ট্রাম্পে’র পুজো করেন তিনি!


প্রকাশিত:
২৮ জুলাই ২০১৮ ১৪:১৪

আপডেট:
২০ মে ২০২৪ ২৩:৩৪

ঘণ্টা বাজিয়ে ‘ভগবান ট্রাম্পে’র পুজো করেন তিনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ভগবান’ মনে করে প্রতিদিন ঘণ্টা বাজিয়ে তার পুজো করেন ভারতের তেলেঙ্গানা প্রদেশের যুবক বুসা কৃষ্ণা।



তেলেঙ্গানার জনগাঁও জেলার কন্নে গ্রামে এই যুবকের বাড়ি। ঠাকুরঘরের সিংহাসনে ডোনাল্ড ট্রাম্পের ছবি রেখে রোজ পুজো করেন তিনি।



২০১৭ সালের ফেব্রুয়ারিতে আমেরিকা প্রবাসী ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা খুন হওয়ার পর থেকেই ট্রাম্পের পুজো শুরু করেন ৩১ বছর বয়সী এই যুবক।







একে তো ট্রাম্পের ভক্ত বুসা। তার ওপর এই ঘটনার পর তিনি মনে করেন, ভালবাসা দিয়েই জয় করা যায় সব হিংসাকে। বুসার দাবি, ভারতীয় সংস্কৃতি, ভারতীয়দের অহিংস নীতিতে ভর করেই ট্রাম্পকে তার সিংহাসনে ঠাঁই দিয়েছেন তিনি।







দু’বেলা ট্রাম্পের ছবির সামনে রীতিমতো ঘণ্টা নাড়িয়ে আরতি, মন্ত্রপাঠ করেন এই যুবক। তার বিশ্বাস, তার আরাধ্য দেবতা দূরে থেকেও এ সব টের পান। শুধু তা-ই নয়, এতে তুষ্টও নাকি হন তিনি! তার ‘ভগবানকে’ ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এই উপায়ই বার করেছেন বুসা।







নিজের ফেসবুকে রোজ ট্রাম্পকে পুজোর ছবি পোস্ট করেন বুসা। যদিও সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ট্রাম্প সম্পর্কে সে ভাবে কিছুই জানেন না। তবে এটুকু মানেন যে, ট্রাম্প এই মুহূর্তে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top