সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ধর্ষণের দায়ে ভারতের রেল প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত:
১১ আগস্ট ২০১৮ ১৫:০৮

আপডেট:
২০ মে ২০২৪ ২০:৫১

ধর্ষণের দায়ে ভারতের রেল প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা

ভারতে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে আসাম পুলিশ। আসামের নওগাঁওয়ের এক বিবাহিতা নারী কেন্দ্রীয় ওই মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ও হুমকির অভিযোগে থানায় এফআইআর দায়েরের পর তদন্তে নামে পুলিশ। 



ভারতীয় গণমাধ্যম জানায়, গত ২ আগস্ট রেল প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্থানীয় থানায় ধর্ষণের মামলা দায়ের করেন ওই নারী। মামলার অভিযোগ থেকে জানা যায়, গোহেন ও ওই নারী পরস্পরের পরিচিত। ওই নারীর বাড়িতে প্রতিমন্ত্রীর যাতায়াতও রয়েছে। ঘটনার দিন পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। এরই সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যদিও ঘটনাটি ঘটেছে আট মাস আগে।



অপরদিকে রেল প্রতিমন্ত্রীও ওই নারীর বিরুদ্ধে পালটা ব্ল্যাকমেইলের অভিযোগ এনেছেন। রেল প্রতিমন্ত্রীর স্পেশাল ডিউটি অফিসার সঞ্জীব গোস্বামী দাবি করেন, রাজেন গোহেনের বিরুদ্ধে এ ধরনের কোনো মামলা এখন নেই। ওই অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়েছে।



তবে নওগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনন্ত দাস জানান, ওই নারী মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের মামলা তুলে নিতে আদালতে আবেদন করেছেন। তবে এখনো পর্যন্ত মামলা প্রত্যাহার হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।



এদিকে মন্ত্রীকে গ্রেফতারের বিষয়ে পুলিশ জানায়, তদন্ত শেষ হওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে মন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top