সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল ১ কোটি ৮০ লাখ


প্রকাশিত:
৩ আগস্ট ২০২০ ২১:৪৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:৫৬

 

প্রভাত ফেরী: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে প্রাণ হারিয়েছে প্রায়  ছয় লাখ ৮৭ হাজারের বেশি মানুষ । আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ছয় লাখের বেশি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স সেন্টার ফর সিস্টেমস  সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সূত্রে সোমবার সকাল পর্যন্ত এই তথ্য জানা গেছে।

চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে  যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৪৬ লাখ ছাড়িয়েছে।  উত্তর আমেরিকার দেশটিতে এসময় মারা গেছে ৭৮৪ জন। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৪৭ হাজার ৪৭২ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯৩ জনের। এরপরেই অবস্থান ব্রাজিলের। দেশটিতে আক্রান্ত ২৭ লাখের বেশি, মারা গেছে ৯৪ হাজার ১০৪ জন।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে প্রতিনিয়ত সংক্রমণের রেকর্ড চলছে। দেশটিতে আক্রান্ত সাড়ে ১৭ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষ।

বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণের প্রকোপ কিছুদিন কম থাকলেও বর্তমানে বাড়তে শুরু করেছে। বিগত চার দিনে বিশ্বে ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top