বিশ্বের সবচেয়ে বড় মিথানল কারখানা উদ্বোধন করল ইরান
 প্রকাশিত: 
 ৭ আগস্ট ২০২০ ২৩:০৩
 আপডেট:
 ৩০ অক্টোবর ২০২৫ ২২:০২
 
                                
প্রভাত ফেরী: পারস্য উপসাগর তীরবর্তী একটি এলাকায় বিশ্বের বৃহত্তম মিথানল উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি থেকে বাঁচতে পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে তার বাস্তবায়নের অংশ হিসেবে এই কারখানা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে ‘কভেহ’ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স’ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রুহানি। এই কারখানায় প্রতিদিন ‘এএ গ্রেডের ৭,০০০ মেট্রিক টন মিথানল উৎপাদিত হবে।
এই কারখানা স্থাপনে প্রায় ১০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ খরচ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা। তারা আরো বলেছে, এই কারখানা থেকে অপরিশোধিত জ্বালানী ব্যবহার করে বছরে প্রায় ৪০ কোটি ডলার মূল্যের পণ্য উৎপাদন করা সম্ভব হবে। বুশেহর প্রদেশের ‘দেইর’ কাউন্টিতে ২২০ হেক্টর জমির ওপর নির্মিত এই কমপ্লেক্সে দৈনিক ৬০ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হবে।
প্রেসিডেন্ট হাসান রুহানি এ প্রকল্প উদ্বোধন করে বলেছেন, যুক্তরাষ্ট্রের কঠিনতম নিষেধাজ্ঞা মোকাবিলা করে আমরা এ প্রকল্প নির্মাণ করেছি। চলতি বছরেই এ ধরণের আরো কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হবে বলেও জানান প্রেসিডেন্ট রুহানি।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: