লেবাননে বিক্ষোভ: আহত শতাধিক, ৪ পার্লামেন্ট সদস্যের পদত্যাগ


প্রকাশিত:
৯ আগস্ট ২০২০ ২২:৫৮

আপডেট:
৯ আগস্ট ২০২০ ২৩:০৪

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: লেবাননের বৈরুতের বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে লেবাননের রাজধানীতে চলছে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ। এরই মধ্যে ৭২৮ জন বিক্ষোভকারী আহত হয়েছেন এবং এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার বৈরুতের শহীদদের চত্বরে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে সরকারবিরোধী শ্লোগান দেয়। তাদের কেউ কেউ পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে। এরপর পুলিশ চড়াও হয়ে কাদুঁনে গ্যাস ছোড়ে। শহীদদের চত্বরের কেন্দ্রস্থলে  পরে আগুন জ্বলতে দেখা যায়।

গুলি ও রাবার বুলেট ছোড়ার কথা নিশ্চিত করেছে পুলিশ। তবে কারা গুলি ছুড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

অনেকজন প্রতিবাদকারী লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে প্রেসিডেন্ট মিশেল আউনের একটি বাঁধাই করা ছবি পুড়িয়ে দিয়েছে। লেবাননের গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের জন্য কয়েক দশক ধরে দেশটিকে শাসন করা বিভিন্ন ধরনের রাজনৈতিক শ্রেণির প্রতিনিধিদেরই দায় দিয়েছেন প্রতিবাদকারীরা।  লেবাননের ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫৮ জন মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

চারজন পার্লামেন্ট সদস্যের পদত্যাগ: লেবানন বন্দরে ব্যাপক বিস্ফোরণের পর ক্রমবর্ধমান জনগণের ক্ষোভের মধ্যে লেবাননের চারজন পার্লামেন্ট সদস্য পদত্যাগ করেছেন। লেবাননের কাতায়েব পার্টির তিনজন সংসদ সদস্য এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য বলেছেন যে, তারা ১২৮ সদস্যের সংসদ থেকে পদত্যাগ করছেন।

পদত্যাগের পর সংসদ সদস্য নাদিম গেমায়েল বলেন, 'আমরা এবং আরো কয়েকজন সম্মানিত সংসদ সদস্য রাজনৈতিক প্রভাবশালীদের মুখোশ খুলে দেব।'

কাতায়েব পার্টির মহাসচিব নিজার নাজারিনের অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন সময়ে গেমাইল বলেন, বৈরুত বিস্ফোরণ 'নতুন লেবাননের জন্ম দেবে'। নিজার বিস্ফোরণে প্রাণ হারান এবং দলটি লেবাননের সংসদে মাত্র তিনটি আসন পেয়েছে।

এদিকে নারী সংসদ সদস্য পলা ইয়াকুবিয়ানও তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তিনি লেবাননের অন্যান্য আইন প্রণেতাদের প্রতিও একই আহ্বান জানিয়েছেন। তিনি টুইটারে বলেন, ভেতর থেকে বিরোধিতা আর কাজে লাগবে না। এই সপ্তাহের শুরুতে লেবাননের ডেমোক্রেটিক দলের সংসদ সদস্য মারওয়ান হামাদেহ বৈরুত বন্দর বিস্ফোরণের প্রতিবাদে সংসদ থেকে পদত্যাগ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top