পাকিস্তানে পাথরের খনিতে ভয়াবহ ধস, নিহত ১৯
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৪
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৯:৩৫

প্রভাত ফেরী: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি খনিতে পাথরধসে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। এখনও খনির ভেতর আটকা রয়েছেন বহু শ্রমিক। সোমবার রাতে দেশটির খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মোহমান্দ জেলায় শ্বেতপাথরের একটি খনিতে ঘটেছে এ দুর্ঘটনা।
স্থানীয় পুলিশ প্রধান তারিক হাবিব জানিয়েছেন, দুর্ঘটনার সময় অন্তত ৪০ থেকে ৫০ জন শ্রমিক ছিলেন ঘটনাস্থলে। তাদের ওপর বিশাল এক পাথরখণ্ড ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখাওয়া রাজ্যে মোহমান্দ পার্বত্য জেলায় সোমবার সন্ধ্যায় শ্রমিকদের ওপর সাদা মার্বেলের পাথরখণ্ড ধসে পড়ে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
রাজ্য সরকারের খনি ও খনিজ মন্ত্রী মোহাম্মদ আরিফ বলেন, 'মার্বেল পাথরের খনিতে পাথ ধসের পর এখন পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আহত আরো ২০ জনকে।'
তিনি জানান, পাথর ধসের ফলে খনিতে আরো প্রায় ২০ জন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। মৃত্যুর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহমান্দ জেলার সিনিয়র কর্মকর্তা হামিদ ইকবালও। ২০১১ সালে বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: