শিশুদের আপত্তিকর ছবি-ভিডিও অনলাইনে, ৪৪ জন আটক অস্ট্রেলিয়ায়


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২০ ২৩:০০

আপডেট:
২৫ অক্টোবর ২০২০ ২৩:০৫

 

প্রভাত ফেরী: শিশুদের অধিকার ক্ষুণ্ন হওয়ার মতো উপাত্ত থাকা এবং শিশু নির্যাতনের অভিযোগে ৪৪ জনকে আটক করেছে অস্ট্রেলিয়া পুলিশ। এছাড়া অন্তত ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে শেয়ার করা ছবি ভিডিওর ভিত্তিতে এক বছর ধরে অনুসন্ধানের পর ধরনের পদক্ষেপ নিল পুলিশ।

জানা গেছে, আটক ব্যক্তিদের বয়স ১৯ বছর থেকে ৫৭ বছরের মধ্যে। মোট ৩৫০টি অভিযোগ তদন্ত করে তাদের আটক করা হয়। প্রত্যেকটি অভিযোগ শিশুদের অধিকার ক্ষুণ্ন হওয়ার মতো ছবি কিংবা ভিডিও অনলাইনে পোস্ট করা সংক্রান্ত। এর আগে তাদের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া পুলিশ। সেই সকল অভিযোগ তদন্ত করেই এরপরে তাদেরকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত অভিযুক্তরা একটিক্লাউড স্টোরেজপ্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের নিপীড়নের ভিডিও ছবি আদান-প্রদান করতো। তদন্ত কর্মকর্তারা দিন-রাত পরিশ্রম করে ওই শিশুদের খুঁজে বের করে তাদের উদ্ধার করেছে বলে জানান পুলিশ কমিশনার রিস কারশউ। অভিযুক্তরা সমাজের নানা ক্ষেত্রে কাজ করেন। তাদের কেউ কেউ নির্মাণ ক্ষেত্রে, কেউ পরিবহন, প্রশাসন এবং নানা সেবা প্রদান প্রতিষ্ঠানে কর্মরত।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ভিডিওতে শিশুদের সঙ্গে অস্বাভাবিক যৌনতাও দেখানো হয়েছে। যা অস্ট্রেলিয়ার আইনে সম্পূর্ন নিষিদ্ধ বলে জানিয়েছে পুলিশ। তাদের এই অপকর্মের বিরুদ্ধে খুব শিঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top