ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়াল


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২০ ২২:৫৫

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২২:১৩

 

প্রভাত ফেরী: ভারতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। শীতে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ আসার অপেক্ষায় থাকা দেশটি এখন মহামারীতে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৮৮১ জন নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। 

দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৪০ হাজার ২০৩ জন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৫২৭ জন। সরকারি হিসাব অনুসারে আলজাজিরার খবরে এসব তথ্য মিলেছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল ভারতে ১৩০ কোটি মানুষের বসবাস। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।

এখন পর্যন্ত ৮৯ লাখ মার্কিন নাগরিক অতিসংক্রামক রোগটিতে আক্রান্ত হয়েছেন। গত সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা চূড়ায় পৌঁছানোর পর থেকে ভারতে অবস্থা ক্রমে অবনতি ঘটছে। তবে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা কমই বলা চলে। গত একদিনে সেখানে ৫১৭ জন ভাইরাসে মৃত্যুবরণ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক ভাষণে করোনার বিষয়ে উদাসীন হয়ে পড়ায় জনগণকে প্রয়োজনীয় সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

করোনায় আক্রান্ত মন্ত্রী স্মৃতি ইরানি: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার টুইট করে নিজেই কথা জানিয়েছেন তিনি। টুইটে তিনি বলেন, যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব কোভিড পরীক্ষা করিয়ে নিন। 

গত শনিবার বিহারের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন স্মৃতি। এর আগেও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ি পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারা সবই সুস্থ হয়ে উঠেছেন। তবে গত সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top