বিজেপির বিহার জয়, উন্নয়নই সাফল্যের আসল চাবিকাঠি: মোদি


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২০ ২২:৩৯

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২১:৩৬

 

প্রভাত ফেরী: উন্নয়নই সাফল্যের আসল চাবিকাঠি, বিহার জয়ের পর বুধবার দিল্লিতে বিজেপি সদর দপ্তরে কর্মীদের উদ্দেশে এমন বার্তাই দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নাম না করে বিরোধীদের লক্ষ্য করে মোদি বলেন ‘যারা এটা এখনও বোঝেননি, তাঁদের জামানত জব্দ হয়ে গেছে। কেউ কেউ গণতান্ত্রিকভাবে লড়াইয়ে না পেরে বিজেপি কর্মীদের হত্যা করছে। গণতন্ত্রে হত্যার রাজনীতির জায়গা নেই।

এদিকে, ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর মিত্র দলগুলোর জোট জয় পেয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ১২৫টিতে জয় পেয়েছে।

এনডিএ-তে জেডিইউ-কে পেছনে ফেলে বড় শরিক হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। বস্তুত, দলভিত্তিক ফলের নিরিখে তিন নম্বরে চলে গিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল। এক নম্বরে বিরোধী মহাঘটবন্ধনের প্রধান শরিক আরজেডি। অপ্রত্যাশিত ভালো ফল করেছে বাম দলগুলোও। কিন্তু কংগ্রেসের আসন গতবারের থেকে কমেছে। বিরোধী শিবিরের আফসোস, সোনিয়া গান্ধীর দল একটু ভালো ফল করলেই ক্ষমতা দখল নিশ্চিত হতো।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top