সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বিজেপি সভাপতি করোনায় আক্রান্ত, সুস্থতা কামনা করলেন মমতা


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২০ ২২:২৮

আপডেট:
৩ মে ২০২৪ ২০:১২

 

প্রভাত ফেরী: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডা গতকাল রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ার পর আমি পরীক্ষা করাই। তার ফল পজিটিভ এসেছে। আমি স্বাস্থ্যবিধি মেনে আপাতত নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি।

জেপি নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক টুইট বার্তায় তিনি লেখেন, শুনেছি জেপি নাড্ডার করোনা পজিটিভ ধরা পড়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি। সদ্য পশ্চিমবঙ্গ সফর সেরে ফিরে গেছেন জেপি নাড্ডা। রাজ্য সফরে একাধিক কর্মসূচি ছিল তার। তার কনভয়ে হামলা নিয়ে এখনও রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত।

গত বৃহস্পতিবার সফর সেরে ফিরেছেন তিনি। আর ফিরেই করোনা আক্রান্ত হলেন জেপি নাড্ডা। তিনি টুইটে লেখেন, আমার সংস্পর্শে যারা এসেছেন, তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে বেশ কয়েকদিনের ব্যবধানে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই তালিকায় এবার যুক্ত হলো নাড্ডার নাম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top