পশ্চিমবঙ্গের আইপিএস তিন কর্মকর্তাকে বদলি করছে কেন্দ্র


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২০ ২৩:০৫

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০০:৪০

 

প্রভাত ফেরী: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিতর্কে জড়িয়ে যাওয়া তিন আইপিএস কর্মকর্তা রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডেকে পশ্চিমবঙ্গের বাইরে বদলি করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয় সূত্রে ওই খবর পাওয়া গেছে।

নাড্ডার কনভয়ে হামলার পর নবান্নে চিঠি দিয়ে রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডে নামে ওই তিন কর্মকর্তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু নবান্ন তাদের ছাড়েনি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ওই কর্মকর্তাদের ছাড়া হবে না।

ওই তিন কর্মকর্তাকে দ্রুত রিপোর্ট করতে বলে বৃহস্পতিবার আবার চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা ওই চিঠিতে তাদের অবিলম্বে দিল্লিতে রিপোর্ট করতে বলেছে। জানা গেছে, ওই তিন কর্মকর্তাকে  এরই মধ্যে কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের নিজেদের দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিন আইপিএসের মধ্যে সবচেয়ে বর্ষীয়ান রাজীবকে পাঁচ বছরের জন্য পাঠানো হয়েছে আইটিবিপি-তে (ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ)। প্রবীণকে তিন বছরের জন্য পাঠানো হয়েছে এসএসবি-তে (সাবসিডিয়ারি ইনটেলিজেন্স ব্যুরো) এবং ভোলানাথকে তিন বছরের জন্য পাঠানো হয়েছে বিপিআরডি-তে (ব্যুরো অব পুলিশ রিসার্চ)।

ওই তিনটি নিয়োগই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারের আগের নির্দেশ মতো তিন কর্মকর্তাকে দিল্লি না-পাঠানোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরিই তাদের বদলি করার সিদ্ধান্ত নিল। এখন দেখার বিষয়, নবান্ন ওই বিষয়ে কী প্রতিক্রিয়া জানায় বা এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top