বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
প্রকাশিত:
২ জানুয়ারী ২০২১ ২৩:২০
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০১:৩৭

প্রভাত ফেরী: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলি।
তার পরিবার জানিয়েছে, সকালে জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। এরপর মাথা ঘুরে পড়ে যান। তার আগে বুকে ব্যথা হচ্ছিল তার। সৌরভকে তাই কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রও জানিয়েছে, সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল। এখনই উদ্বেগের কিছু নেই। তার শরীরে সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার কোন নিউরোলজিক্যাল বা কার্ডিওলজিক্যাল সমস্যা ছিল কি-না, খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রথমে তাকে রাখা হয়েছিল ইমার্জেন্সিতে। সেখান থেকে ওয়ার্ডে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর বেশি কিছু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি।
উডল্যান্ড হাসপাতালে সৌরভ গাঙ্গুলির চিকিৎসক ড. সরোজ মণ্ডল জানিয়েছেন, তার ইসিজি করা হয়েছে। রিপোর্ট বলছে, মৃদু কার্ডিয়াক এরেস্টের শিকার হয়েছে তার। আরও বিস্তারিত জানতে ট্রপোনিন টি টেস্ট হবে সৌরভের। অ্যাঞ্জিওগ্রাফিও করা হতে পারে তার। এসব টেস্টের ফলাফল থেকে জানা যাবে, ঠিক কী কারণে হার্টে সমস্যা দেখা দিয়েছিল সৌরভের।
পশ্চিমবঙ্গের মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি। প্রথমে পশ্চিমবঙ্গের ক্রিকেটে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রিকেট প্রশাসকের দায়িত্ব, টিভি শো, বিজ্ঞাপনের শ্যুটিং, সামাজিক উদ্যোগে অংশ নেওয়া মিলিয়ে সবসময় ব্যস্ততা লেগেই থাকে তার।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: