এবার ইন্দোনেশিয়ার আকাশ ছেয়ে গেছে আগ্নেয়গিরির ধোঁয়ায়
প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২১ ১৭:৩৭
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:১৫

প্রভাত ফেরী: ইদানিং পরপর নানান দূর্যোগ লেগেই আছে ইন্দোনেশিয়ায়। ভূমিকম্প, প্লেন দূর্ঘটনা এর মধ্যে এখন আবার আগ্নেয়গিরির জেগে ওঠার খবর। স্থানীয় সময় শনিবার (১৬ জানুয়ারি) ১৭টা ২৪ মিনিটে মাউন্ট সেমেরুর জ্বালামুখ দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হয়।
ভয়ঙ্কররুপে জেগে উঠেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু। এতে আকাশে প্রায় ৫ দশমিক ৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় আগ্নেয়গিরির ধোঁয়া। স্থানীয় মানুষের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আগ্নেয়গিরি জেগে উঠার পর এখনো কোনো মৃত্যুর খবর মেলেনি। তবে কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করে বলেছে, অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে।
এমনকি নেমে আসতে পারে লাভাস্রোতও। কুরাহ কোবোকান নদী অববাহিকার বাসিন্দাদের সম্ভাব্য কোল্ড লাভা কাদা প্রবাহের দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
অনলাইনের বিভিন্ন ছবিতে ১২ হাজার ৬০ ফুট উঁচু পাহাড়ের জ্বালামুখ থেকে বেরিয়ে আসা ছাইয়ে বাড়ি ঘর ঢেকে যেতে দেখা যাচ্ছে।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত। যে কারণে দেশটিতে মাঝেমধ্যেই নানা সক্রিয় আগ্নেয়গিরি জেগে উঠে। এছাড়া দেশটি বেশ ভূমিকম্প প্রবণ।
বিষয়: ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি
আপনার মূল্যবান মতামত দিন: