করোনা টিকা নিয়ে পশ্চিমবঙ্গে আরও ১৪ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া!


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২১ ১৮:৪৫

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৩:৫৩

 

প্রভাত ফেরী: করোনার টিকা প্রথমদিন নেওয়ার পর রাজ্যের ১৪ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনে রাজ্যে আরও ১৪ জনের শরীরে দেখা দেয় পার্শ্বপ্রতিক্রিয়া। তাঁদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সব মিলিয়ে ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে রাজ্যে ৩ জন ভরতি রয়েছেন হাসপাতালে।
হাসপাতালে ভর্তি হওয়া দুই জনই মহিলা আপৎকালীন পরিস্থিতির কারণে ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোভিড-১৯-এর ভ্যাকসিনেশন। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন। গতকাল ছিল ভ্যাকসিনেশনের দ্বিতীয় দিন।
ভ্যাকসিন নেওয়ার পর ১৪ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে, তাঁদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। দু'জনই মহিলা৷ একজনের বয়স ৩৪, অন্যজন ৪৬৷ কাঁপুনি ও বমির উপসর্গ নিয়ে হাসপাতলে ভর্তি জানা যায়, ভ্যাকসিন নেওয়ার পর প্রথম জনের কাঁপুনি শুরু হয়৷ তিনি বমি করা শুরু করেন৷ তাঁকে ভরতি করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। অন্যজনের জনেরও বমি ভাব দেখা দেয়, সঙ্গে শ্বাস প্রশ্বাসের সমস্যা৷ তাঁকে ভরতি করা হয়েছে ফালাকাটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে দু'জনই হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছন৷



আপনার মূল্যবান মতামত দিন:


Top