তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বৃষ্টির সম্ভাবনা রাজ্যে


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৮

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:০০

 

প্রভাত ফেরী: অবশেষে রাজ্যে তাপমাত্রার পারদ চড়তে শুরু করল। গত ২৪ ঘণ্টায় শীত কমে এসেছে অনেকটাই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৮ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শহর ও শহরতলী এলাকায় রবিবার সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন সকাল থেকে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ আশপাশের আকাশ মেঘলা হবে। রাতের দিকে দু-এক পশলা এবং রবিবার সকালে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে। সে ক্ষেত্রে যদিও শীতের আমেজ কিছুটা বজায় থাকবে। তবে তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর। অন্যদিকে, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। যদিও সপ্তাহের শেষে দার্জিলিং ও সিকিমেও বৃষ্টিপাত হতে পারে বলে খবর।
আবহাওয়াবিদদের মতে, শীতের বিদায় এবার আসন্ন। এখনও বেশ কিছুদিন তাপমাত্রা এভাবে ওঠানামা করলেও ফেব্রুয়ারির শেষে বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। চলতি বছর গ্রীষ্ম একটু বেশিই দাপট দেখাতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই গলদঘর্ম অবস্থা হতে পারে রাজ্যবাসীর।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top