অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে ভারতে
প্রকাশিত:
১৮ মার্চ ২০২১ ১৮:২৭
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৮:৪১

প্রভাত ফেরী: বাংলাদেশ থেকে নিখোঁজ ব্যক্তি উদ্ধার হয়েছে ভারতের সোনারপুরে। ওই ব্যক্তিকে অপহরণ করে বড়সড় মুক্তিপণ হাতানোর ছক কষেছিল অপহরণকারীরা।পুলিশ সূত্রে খবর।
তদন্তে তারা ধারণা করছে, পুরো ঘটনার পিছনে বাংলাদেশের জেএমবি জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে। এটা নিশ্চিত হতে সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১৩ তারিখ বাংলাদেশের ঢাকা থেকে এক ব্যক্তি লালবাজারে তাঁর ভাইয়ের অপহরণের অভিযোগ করেন। বাংলাদেশের নেত্রাকোনা জেলার অধিবাসী মহম্মদ এনামুল হক ফারুক নামের ওই ব্যক্তি জানান, গত ৭ মার্চ মাঝরাতে তাঁর ভাই হাফিজ মৌলানা মহম্মদ মামুন্নুর রশিদ বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। বেরোনোর সময় তিনি জানিয়েছিলেন ভারত-বাংলাদেশ সীমান্তে কাছে কোনও ভারতীয় বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এরপর ৮ মার্চ ইমোতে ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে হুমকি মেসেজ আসে বলে জানিয়েছেন এনামুল হক। এরপর ১১ মার্চ হাফিজের হাত-পা বাঁধা ছবি পাঠিয়ে ফের অপহরণকারীরা হুমকি দিলে আতঙ্কে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন এনামুল। এরপর ১৩ মার্চ লালবাজারে যোগাযোগ করে পুলিশ।
খবর পেয়ে তৎক্ষণাৎ তদন্তে নামে পুলিশ। সোনারপুরের একটি সূত্র পেয়ে সোনারপুর থানার সঙ্গে যৌথ অভিযানে নামে এসটিএফ। বুধবার একটি বাড়ি থেকে ২৬ বছরের বন্দি হাফিজকে উদ্ধার করে পুলিশ। অপহরণকারী মুক্তার হুসেনকে আটক করেছে পুলিশ। অসমের নওগাঁওয়ের বাসিন্দা মুক্তারের বিরুদ্ধে সোনারপুর থানায় ৩৬৪এ/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: ভারতের খবর
আপনার মূল্যবান মতামত দিন: