রাজ্যে ২য় দফার নির্বাচনে অশান্তি; বোতাম টিপলেই ভোট বিজেপিতে


প্রকাশিত:
১ এপ্রিল ২০২১ ১৮:০৪

আপডেট:
১ এপ্রিল ২০২১ ১৮:০৫

 

প্রভাত ফেরী: পশ্চিম বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি। চন্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মহম্মদবাজারের কাছে বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন সোহম। তখনই ‘জয় শ্রীরাম’স্লোগান দেন স্থানীয় কিছু মানুষ। তাঁরা বিজেপির লোক বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী, অভিনেতা সোহম চক্রবর্তী।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরেরই ১৩১ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ উঠল। তৃণমূলে দেওয়া সব ভোট পড়ছে বিজেপিতে, এমনই গুরুতর অভিযোগ তুললেন ভোটদাতারা।

ভোটদাতাদের ক্ষোভ, যে বোতামই টেপা হোক না কেন, ভোট পড়ছে বিজেপিতেই। তা নিয়ে চন্ডীপুরের ১৩১ নং বুথে বেশ খানিকটা সময় ভোট বন্ধও থাকে।
এদিকে চন্ডীপুরে ১০৯, ১১০, ৯৬, ১৪ (বি), ১৫৩ (সি), ২৩২এ(ডি), ২৩১(বি), ২৩২(ডি), ২৩৩(এ), ৬৯(এ), ১৯৫(এ) বুথে ইভিএম খারাপ থাকার খবর এসেছে। বেলা ১০ টা পর্যন্ত এই সব বুথে ভোটগ্রহণ শুরু করা যায়নি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top