সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বিধানসভার অধিবেশন বয়কটের ঘোষণা দিলেন বিজেপি নেতা দিলীপ


প্রকাশিত:
৮ মে ২০২১ ১৯:৫৮

আপডেট:
৮ মে ২০২১ ১৯:৫৮

 

প্রভাত ফেরী:  শুক্রবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা দেন , পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কট করবে বিজেপি। আজ শনিবার বিধানসভার স্পিকার নির্বাচন হবে। সেই নির্বাচনেও অংশ নেবেন না বিজেপির বিধায়করা।

দিলীপ ঘোষ বলেন, রাজ্যে সন্ত্রাসের পরিবেশে অনেক বিধায়ক শপথ নিতে আসতে পারেননি। বিধায়কদের বলেছি, সন্ত্রাস বন্ধ না হলে কোনো অধিবেশনেই যোগ দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শপথের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যাননি বিজেপির কোনো নেতা।

এদিকে বিধানসভায় বিরোধীদলীয় নেতা কে হবেন, তা নিয়ে এখন বিজেপিতে জোর আলোচনা চলছে। দলীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, দৌড়ে আপাতত এগিয়ে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তিনি হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। শুভেন্দুকে ‘জননেতা’ বলে মেনেও নিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে শুভেন্দুর পাশাপাশি উঠে আসছে মুকুলের নামও। কৃষ্ণনগর উত্তর আসন থেকে জিতে বিধায়ক হয়েছেন তিনি। যিনি এক সময় তৃণমূলের অঘোষিত ‘সেকেন্ড ম্যান’ ছিলেন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে। কলকাতা ও পুরুলিয়ায় বৃহস্পতিবার পৃথক দুটি মামলা করেছে তৃণমূল।

ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানেই বক্তৃতা করতে গিয়ে নিজের ছবির জনপ্রিয় সংলাপ বলেন। এফআইআরে বলা হয়েছে, মিঠুনের ওই সব সংলাপেই রাজ্যে উত্তেজনা ছড়িয়েছে। আর নির্বাচনি প্রচারণায় দিলীপ ঘোষও ‘জায়গায় জায়গায় শীতলখুচি’ হবে বলে মন্তব্য করেন। এই বক্তব্যের কারণে তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনো সহিংসতা চলছে। শুক্রবার রায়গঞ্জের দেবীনগরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারীর অভিযোগ, তিনি বাজার যাওয়ার পথে হামলার শিকার হন। অপরদিকে স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত মল্লিক দাবি করেন, তাদের দলের কর্মী অভিজিত্ সরকারকে ভোটের পর থেকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। শুক্রবার সকালে দেবীনগর বাজারের পাশে নির্জন জায়গায় অভিজিতের ওপরে হামলা চালান স্থানীয় কাউন্সিলর অসীম অধিকারী।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top