ইসরাইলি অব্যাহত তান্ডব; বৈঠকে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ
প্রকাশিত:
১০ মে ২০২১ ১৯:২০
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১১:০৩

প্রভাত ফেরী: ইসরাইলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমে টানা তিন রাতের মতো অব্যাহত রয়েছে ইসরাইলি বাহিনীর হামলা। গতকাল রোববার রাতে জেরুসালেমের বিভিন্ন স্থানে ইসরাইলি সৈন্যরা বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে বলে খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অপরদিকে জেরুসালেমে চলমান ইসরাইলি তান্ডবের বিষয়ে আলোচনার জন্য সোমবার বৈঠকে বসছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।
ফিলিস্তিনি অধ্যুষিত পূর্ব জেরুসালেমের এক মহল্লা থেকে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে ইসরাইলি বসতি স্থাপনে জেরুসালেমের ডিস্ট্রিক্ট কোর্টের গত ২৫ এপ্রিল দেয়া আদেশের পর থেকেই জেরুসালেমসহ পুরো ফিলিস্তিন ভূখণ্ডেই অস্থিরতা চলছে। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকাসহ ইসরাইল ভূখণ্ডের অভ্যন্তরের ফিলিস্তিনি বাসিন্দারাও এর প্রতিবাদ করে আসছেন।
শুক্রবার ও শনিবার ফিলিস্তিনিদের প্রতিবাদের জেরে ইসরাইলি বাহিনী পরপর দুই রাতে মসজিদুল আকসাসহ জেরুসালেমের বিভিন্ন স্থানে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালায়। ইসরাইলি হামলায় ২ দিনে তিন শ'র কাছাকাছি বিক্ষোভকারী আহত হয়েছেন। একই সাথে ইসরাইলি বাহিনী বিপুল ফিলিস্তিনি বাসিন্দাকে গ্রেফতার করে।
বিষয়: ইসরাইল হামলা
আপনার মূল্যবান মতামত দিন: