আজ ঈদুল ফিতর উদযাপন করেছে অস্ট্রেলিয়া


প্রকাশিত:
১৪ মে ২০২১ ০৭:৩০

আপডেট:
১৪ মে ২০২১ ০৮:১০

 

এক মাস সিয়াম সাধনার পর আজ বুধবার উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করলো অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিম সম্প্রদায়। 

ঈদুল উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, বিরোধী দল লেবার পার্টির প্রথম সারির নেতা টনি বার্ক এবং বিভিন্ন রাজ্যের প্রিমিয়ার।

অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা শহরতলিতে আজ বৃহস্পতিবার সকালে মুসলিমদের ঈদের জামাতে অংশ নেওয়ার ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ পশ্চিমা দেশগুলোতেও আজ ঈদুল ফিতর পালিত হয়েছে। তবে বাংলাদেশে ও ভারতের অধিকাংশ মুসলমান আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে। সব দেশেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top