কাবার ইমামের উপর হামলা চেষ্টায় আটক ১
প্রকাশিত:
২৩ মে ২০২১ ১৭:০৯
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১০:৪৫

প্রভাত ফেরী: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, জুমার খুতবা দেয়ার সময় মসজিদ আল হারামের ইমামমের ওপর হামলা চেষ্টা করে এক ব্যক্তি। তবে হামলার আগেই তাকে আটক করে সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা।
আটক ব্যক্তি মসজিদের ইমামের খুব কাছে অবস্থান করে হামলার প্রস্তুতি নিচ্ছল। তখন ইমাম শেখ বান্দার বালিলাহ খুতবা দিচ্ছিলেন। ওই সময় নিরাপত্তাকর্মীরা টের পেয়ে তাকে সঙ্গে সঙ্গেই আটক করে। হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কি কারণে হামলা করেছে তাও জানানো হয়নি।
পরে এক টুইট বার্তায় মসজিদ কর্তৃপক্ষ জানায়, হামলার সময় ওই ব্যক্তির সঙ্গে অস্ত্র ছিল। যদিও কী ধরনের অস্ত্র তিনি বহন করছিলেন তা জানায়নি কর্তৃপক্ষ। যদিও ভিডিওফুটেজে দেখা গেছে হামলাকারী ছুরি ও লাঠি বহন করছিল।
গ্র্যান্ড মসজিদে এটি প্রথম হামলা চেষ্টা নয়। এর আগে আরও কয়েকবার হামলা চেষ্টা করা হয়েছিল পবিত্র স্থানটিতে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: