সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ইউরোপে মোতায়েন পরমাণু অস্ত্রের গোপনীয়তা ফাঁস করলেন মার্কিন সেনা


প্রকাশিত:
৩০ মে ২০২১ ২০:২৪

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:০৭

 

প্রভাত ফেরী: ইউরোপের ঠিক কোন জায়গায় আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে সেই গোপন খবর জানিয়ে দিয়েছেন মার্কিন সেনারা। এসব সেনা মার্কিন কৌশলগত পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষা এবং প্রহার দায়িত্বে ছিলেন। খবর ডেইলি সাবাহর।

একটি অনুসন্ধানী ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সেনা এর জটিল বিষয়গুলো জানা ও বোঝার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে তা তারা ইন্টারনেটে আপলোড করেছেন। একাজে মার্কিন সেনারা কয়েকটি অ্যাপ ব্যবহার করেছেন।

অনুসন্ধানী ওয়েবসাইটটি এ ঘটনা তদন্ত করে বের করতে সক্ষম হয়েছে যে, ইউরোপের ছয়টি ঘাঁটিতে যে সমস্ত মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের মধ্য থেকে কেউ কেউ ইউরোপ-আমেরিকার পরমাণু অস্ত্রের গোপন তথ্য ইন্টারনেটের মাধ্যমে জানিয়ে দেয়ার চেষ্টা করেছেন।

মার্কিন বিমান বাহিনী এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র সংক্রান্ত বিভিন্ন রকমের গোপন তথ্য ২০১৩ সাল থেকে আপলোড করা শুরু হয় এবং চলতি বছরের এপ্রিল মাস থেকে তা জনসাধারণের জন্য সহজলভ্য হয়ে ওঠে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top