বৃষ্টি শেষে গরম বাড়লেও রাজ্যজুড়ে আবার বৃষ্টির পূর্বাভাস
প্রকাশিত:
২৬ জুন ২০২১ ২০:১০
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৪:৪৪

প্রভাত ফেরী: শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকতে পারে সর্বোচ্চ প্রায় ৯১ শতাংশ। হালকা বৃষ্টিপাত হতে পারে।
টানা বৃষ্টি শেষে বাড়ছে গরম। সকাল থেকেই রৌদ্রের ছটা। আর্দ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা। কিন্তু তারইমধ্যে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ফলে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সক্রিয় এই মৌসুমী বায়ুর প্রভাবে দুই বঙ্গেই বৃষ্টি হতে পারে। তবে, মৌসুমী অক্ষরেখা খুব একটা সক্রিয় না হওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের দক্ষিণের জেলাগুলোর মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন সকালে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এছাড়া, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে হতে পারে বৃষ্টি।
ইতিমধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। গত দু’বছরের মতো চলতি বছরের ভারতে স্বাভাবিক বর্ষা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে প্রায় ৯৮ শতাংশ। ফলে ভালো কৃষিকাজের আশা করা হচ্ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: