সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রাজ্যে রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোলা থাকবে দোকান!


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২১ ২১:১৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৯:৩৭

 

প্রভাত ফেরী: রাজ্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও এখনই রাজ্যে সম্পূর্ণ বিধি নিষেধ তুলে দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো ফের একবার রাজ্যে বিধি নিষেধ বড়িয়ে আগামী ৩০ অগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে বৃহস্পতিবার একগুচ্ছ ছাড়ের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

সেই মতো রাজ্যে নাইট কার্ফু রাত ৯ টা থেকে বাড়িয়ে রাত ১১ টা থেকে করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। তাঁর মন্তব্যে, রাত ১১ টা থেকে সকাল ৫টা পর্যন্ত কড়া ভাবে জারি থাকবে কার্ফু।

নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে রাজ্যে দোকানপাট রাত সাড়ে ১০ টা পর্যন্ত খুলে রাখা যাবে। শুধু তাই নয়, বার-রেস্তোরাঁও রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগে এই ছাড় ছিল রাত ৮টা পর্যন্ত। কিন্তু যেহেতু রাত ১১ টা থেকে নাইট কার্ফু শুরু হচ্ছে সেহেতু দোকান খোলা রাখার সময়সূচিও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ১৫ অগস্ট অর্থাৎ রবিবার থেকে এই শিথিলতা বলবৎ হবে বলে জানানো হয়েছে। যদিও রাত সাড়ে ১০ টার পর কোনও ভাবেই বার-রেস্তোরাঁ খোলা রাখা যাবে না বলে জানিয়েছে নবান্ন।

শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে, এখন থেকে কোভিড বিধি অনুসরণ করে আউটডোরে সরকারি অনুষ্ঠান করা যাবে।

একই সঙ্গে সিনেমা হল, প্রেক্ষাগৃহ, থিয়েটার-সহ সুইমিং পুল এবং খেলার স্টেডিয়ামও খোলা যাবে। তবে ৫০ শতাংশ দর্শকের বেশি হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজ্যে নাইট কার্ফু সময়সীমা পিছিয়ে দেওয়ার জন্যে মেট্রোতে চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু নিয়মে রদবদল আনা হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টার সময়।

মেট্রোর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৮টা ৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টায়। আবার একই ভাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর আসার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টার সময়ে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top