বিশেষ বিমানে আফগানিস্তান থেকে নিজের দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২১ ২০:১৫
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১০:২০
বিশেষ বিমানে করে আফগানিস্তান থেকে এ পর্যন্ত ৩ হাজার ২শ’রও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে মার্কিন বাহিনী।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ১৩টি সামরিক উড়োজাহাজে করে আনুমানিক ১১শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউস কর্মকর্তা জানান, মার্কিন সামরিক বাহিনী আজ ১৩টি বিমানে করে আমেরিকান নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারসহ আনুমানিক ১১শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।
তিনি বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২শ’ লোককে সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে প্রায় দু’ হাজার আফগান রয়েছে। এদেরকে বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তান এখন তালেবানের দখলে। এই পরিস্থিতির মধ্য অনেকটা তড়িঘড়ি করেই নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ঘোষণা দিয়েছিলেন, চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের ফিরিয়ে নেওয়া হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: